পররাষ্ট্রমন্ত্রী বললেন

খুব শিগগিরই তিন হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হবে

Looks like you've blocked notifications!
রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে আজ বুধবার এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ছবি : এনটিভি

খুব শিগগিরই তিন হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ বুধবার সকালে রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে রোহিঙ্গা সংকট, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আমরা চিন্তা করছি যে, আমরা প্রথম ব্যাচের রিপ্যাট্রিশন হয়তো শুরু করব। তারিখ-টারিখ এখন বলতে পারব না।’

কতজন রোহিঙ্গা এই প্রথম ব্যাচের প্রত্যাবাসনে যুক্ত করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিন হাজারের বেশি তো ক্লিয়ারেন্স দিয়েছে, দেখা যাক।’ চলতি বছরেই ওই সব রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হবে কি না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সুস্পষ্ট জবাব না দিয়ে তিনি বলেন, ‘ওই তো বললাম শিগগিরই, দেখা যাক।’ 

রোহিঙ্গা সংকট বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা তুলে ধরেন এ এইচ এম মাহমুদ আলী। এ ছাড়া সম্প্রতি রোহিঙ্গা সংক্রান্ত একটি বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন গণহত্যার ছবি বিকৃত করার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমা প্রার্থনার বিষয়টিকে স্বাগত জানান মন্ত্রী।