ইংরেজি মাধ্যম স্কুলের ভ্যাট স্থগিত
বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেসরকারি ইংরেজি মাধ্যমের দুই অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষা সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
এর আগে দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে সাতমসজিদ রোডে ভ্যাটবিরোধী মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করার প্রতিবাদে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। টানা কয়েক দিনের আন্দোলনে সরকার তাঁদের দাবি মেনে নিয়ে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।