আমার উপদেশ দিয়েছি, নির্বাচনের তারিখ প্রসঙ্গে অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মন্তব্যটি ছিল তাঁর একান্তই ব্যক্তিগত। দেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনকে পরামর্শ হিসেবেই নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলেছিলেন বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি কালকে আমার উপদেশ দিয়েছি। অথবা আমার মতামত দিয়েছি। এজ এ কন্ট্রিবিউশন টু ইউ নো টু দি ইলেকশন কমিশন, দে উইল ডিসাইড। তারাই সিদ্ধান্ত নেবে। আমি একটা নাগরিক হিসেবে, আমি কিছু সাজেশন দিয়েছি।’

এদিকে অর্থমন্ত্রীর বক্তব্যের পর আজ বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত ফেমবোসা সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে ঠিক করেননি বলে মন্তব্য করেন তিনি। তিনি ভুল করেছেন। এ কথা বলা তাঁর কোনোভাবেই উচিত হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা বলিনি কখনো। তাঁর (অর্থমন্ত্রী) বলাটা উচিত হয়নি। নির্বাচনের তারিখ বলে মন্ত্রী মহোদয় মোটেও ঠিক করেননি।’

তারিখটা কি আপনাদের দেওয়া-এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বললাম তো, আমরা বলিনি। আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। কেন আলোচনা করব তাদের সাথে। মাননীয় অর্থমন্ত্রী ভুল করেছেন। পরিষ্কার কথা। প্রেসের সামনে বললাম। এ রকম কথা বলা ঠিক হয়নি তাঁর।’ 

গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।