পাউবোর নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিনজনকে সাজা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিনজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার তিনটি আলাদা কেন্দ্র থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ভ্রাম্যমান আদালত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে এ ব্যবস্থা নেন। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজেস্ট্রেট মো.আজিজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ওই তিন ব্যক্তি হলেন, মো.জিয়াউর রহমান, মো.সাগর হোসেন ও হোসনে আক্তার।

এর মধ্যে মো.জিয়াউর রহমান ও মো.সাগর হোসেনকে এক মাস করে কারাদণ্ড এবং হোসনে আক্তারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়,ঢাবির আইবিএ এর তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় মো.জিয়াউর রহমানকে টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিভাইসসহ আটক করে পরীক্ষায় কর্তব্যরত পরিদর্শক। অন্যদিকে আবু সায়েম নামে এক নিয়োগপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দেওয়ার সময় মো.সাগরকে আজিমপুরের একটি স্কুল থেকে আটক করা হয়।এ ছাড়া হোসনে আক্তারকে অন্যের খাতা নিয়ে লেখার সময় উদয়ন স্কুল থেকে আটক করা হয়।