‘জনসমর্থন দেখে মনোনয়ন দেওয়া হবে’

Looks like you've blocked notifications!
আজ শনিবার পাবনার মুলাডুলি রেল স্টেশনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা জনগণের সাথে দুর্ব্যবহার করেন, তাঁরা মনোনয়ন পাবেন না। ব্যানার ফেস্টুন বিলবোর্ডে মনোনয়ন হবে না। জনসমর্থন দেখেই মনোনয়ন দেওয়া হবে।’

আজ শনিবার আওয়ামী লীগের ‘নির্বাচনী ট্রেনযাত্রায়’ করে উত্তরবঙ্গ যাওয়ার পথে পাবনার মুলাডুলি রেল স্টেশনে আয়োজিত এক পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। কথাগুলো বলেই তিনি নিজ দলের প্রচারণায় স্লোগান দিতে শুরু করেন।  

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নাশকতা ও আগুন সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্র ও পরিকল্পনা করছে। তারা সব সময় দেশকে অস্থিরতার মধ্যে রাখতে চায়। জনসমর্থন হারিয়ে তারা এখন দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। ১০  বছরে ১০ দিনও তারা রাস্তায় দাঁড়াতে পারে নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে। কিন্তু কোনো লাভ হয়নি।’

এ সময় ওবায়দুল কাদের বিএনপির নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেন। এ ছাড়া দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না করতে কঠোরভাবে সতর্ক করে দেন ওবায়দুল কাদের।

এই পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মেগা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আলিমসহ পাবনা জেলা ও ঈশ্বরদীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।