চট্টগ্রামে দৃষ্টিনন্দন উদ্যানের যাত্রা শুরু

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের আগ্রাবাদের দৃষ্টিনন্দন জাম্বুরি উদ্যান। ছবি : ফোকাস বাংলা

চট্টগ্রামের আগ্রাবাদে একটি আধুনিক দৃষ্টিনন্দন উদ্যানের যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেলুন উড়িয়ে এ উদ্যানের উদ্বোধন করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রায় ৮ দশমিক ৫৫ একর জায়গার ওপর সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে এ উদ্যানটি নির্মাণ করে। ২০১৬ সালের মে মাসে এ উদ্যানের কাজ শুরু হয়।

উদ্যানটি খুলে দেওয়ার পর এখন মানুষের জন্য এটি প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। উন্মুক্ত এ পার্কে কোনো টিকেট লাগবে না। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার বক্তব্য দেন।

জাম্বুরি উদ্যানে রয়েছে দীর্ঘ লেক, ছয়টি গেইট, দৃষ্টিনন্দন ফোয়ারা, বসার স্থান, সুদীর্ঘ ওয়ার্কওয়ে, জলাধার, জলাধারের পাশে বসার গ্যালারি, মাঠজুড়ে সাড়ে পাঁচশ লাইট ও দুটি বর্ণিল ফোয়ারা। এছাড়া শরীর চর্চার জন্য প্রশস্ত  জগিং ট্র্যাক রয়েছে।