কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

Looks like you've blocked notifications!
মরদেহগুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ছবি : এনটিভি

কক্সবাজারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চিরিংগা হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৫-০৬৩৮) বরইতলী নতুন রাস্তার মাথা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার এক নারী যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে  ইউনিক হাসপাতালে একজন এবং উপজেলা কমপ্লেক্সে  পাঁচজন মারা যান।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আবুল কাসেম (২৭), লেগুনার চালক খাইর আহমদ (৪০) ও জহির আহমদ (৩২)।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন। ছবি : এনটিভি

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, নিহত সাতজনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে।