গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Looks like you've blocked notifications!

গুলশানে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, সুচিকিৎসা, আগামী সংসদ নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। এ ছাড়া চলমান দলের বিভিন্ন সারির নেতাদের সঙ্গে মতবিনিময় করে পাওয়া পরামর্শ ও মতামতগুলোও পর্যালোচনা করা হবে বৈঠকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল একই স্থানে দলের ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।