হবিগঞ্জে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ৫

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন। ছবি : এনটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে হরিতলা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সেনাবাহিনীর একটি বড় ভ্যানগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি সড়কের পাশের গাছে আছড়ে পড়ে পাঁচ যাত্রী আহত হন।

সেনাসদস্যদের বহনকারী গাড়িটির কেউ আহত হননি বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন। আহত বাসযাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।