‘বিএনপি বিদেশি প্রভুদের ধরে ক্ষমতায় আসতে চায়’

Looks like you've blocked notifications!
ফরিদপুরে আয়োজিত ‘নির্বাচনী জনসভা’য় বক্তব্য দেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি: এনটিভি।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি দেশের জনগণের ভালবাসা অর্জন করতে না পেরে বিদেশি প্রভুদের ধরে ক্ষমতায় আসতে চায়।’

আজ শুক্রবার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ‘নির্বাচনী জনসভা’য় এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ বলেন,‘আমাদের প্রধানমন্ত্রী নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছেন। এ লক্ষ্যে তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার কথা বলেছেন। এখন আমাদের কারো কাছ থেকে সাহায্য নিতে হয় না। আমরাই আরো অনেক রাষ্ট্রকে সাহায্য দিয়ে থাকি।’

উপস্থিত নেতাদের প্রতি খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রতিনিয়ত সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। যাতে অন্যরা মানুষকে বিভ্রান্ত করতে না পারে। বাংলাদেশ এখন উন্নত বিশ্বের মধ্যে উন্নয়নের বিস্ময়।’

এ সময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান এলজিআরডি মন্ত্রী।

শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম,জেলা যুবলীগের আহ্বায়ক এএসএম ফুয়াদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা,জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা,কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলন,টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ফরিদপুর পৌরসভার কাউন্সিলরসহ ২৪জন বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।