চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুমিল্লার চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট। সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ আজ শুক্রবার এই খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক কমল বকসী।
এ খেলায় চান্দিনা, দাউদকান্দি, দেবীদ্বার, বুড়িচং, মুরাদনগর, হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
আজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে
হোমনা উপজেলা দল ৪-০ গোলে মেঘনা উপজেলাকে পরাজিত করে। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে হোমনা উপজেলা দল ১-০ গোলে মেঘনা উপজেলা দলকে পরাজিত করে। এদিকে বিকেলে চান্দিনা উপজেলার দুটি দল তিতাস উপজেলার দুটি দলকে পরাজিত করে। বঙ্গমাতা গোল্ডকাপে চান্দিনা উপজেলা দল ৪-০ গোলে জয়ী হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে ট্রাইব্রেকার ৮-৭ গোলে জয়ী হয় চান্দিনা ফুটবল দল।