সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদ আটক
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাপথে আসা মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে ৯৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার সুবেদার হায়দার আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। স্থানীয় একটি কুলবাগান থেকে এসব মদ আটক করা হয়।