আমাদের ভেতর কোনো অসুবিধা নাই : বিজিবির ডিজি

Looks like you've blocked notifications!
ভারতের তুরা জেলাধীন কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে আজ সোমবার সেক্টর কমান্ডার ভিকে থাপুয়ালের সঙ্গে বিজিবির মহাপরিচালক সাফিনুল ইসলামের বৈঠক। ছবি : এনটিভি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত বরাবর শান্তি বিরাজ করছে। আমাদের দুই বাহিনীর ভেতর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কের কারণেই দুই বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার কারণেই দুই দেশের সীমান্তই অত্যন্ত শান্তিপূর্ণ, আমাদের ভেতর কোনো অসুবিধা নাই।

আজ সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত এলাকার পাশে ভারতীয় অংশের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন বিজিবির মহাপরিচালক (ডিজি)।

বিজিবি মহাপরিচালক দুপুরে নাকুগাঁও সীমান্ত এলাকায় পৌঁছান। সীমান্ত পরিদর্শন শেষে তিনি নাকুগাঁওয়ের পাশে ভারতের তুরা জেলাধীন কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে যান। সেখানে তিনি বিজিবি-বিএসএফের বৈঠকে অংশগ্রহণ করেন।

বিজিবির মহাপরিচালক সাফিনুল ইসলাম ভারতের কিল্লাপাড়ায় মুক্তিযুদ্ধে শহীদ নয়জন ভারতীয় সৈন্যের স্মরণে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি : এনটিভি

বৈঠকে বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন সেক্টর কমান্ডার ভিকে থাপুয়াল। বৈঠকে বাংলাদেশ পক্ষে আরো উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল ইসলাম, সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ। এ ছাড়া বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে বিজিবির মহাপরিচালক ভারতের কিল্লাপাড়ায় মুক্তিযুদ্ধে শহীদ নয়জন ভারতীয় সৈন্যের স্মরণে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।