সড়কে দুর্ঘটনা কমেছে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা কমে এসেছে। অতীতের অনেক সময়ের চেয়ে এবার ঈদে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।
আজ শনিবার দুপুরে নোয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খানাখন্দ পরিদর্শন শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বছর অতি বৃষ্টির কারণে মহাসড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যানজট শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্ত মহাসড়কের অনেকটা মেরামত হয়ে গেছে। তাই যানজট সহনীয় পর্যায়ে থাকবে।
চালকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যানবাহন এমনভাবে চালাতে হবে যাতে নিজের এবং যাত্রীদের মূল্যবান জীবনের ক্ষতি না হয়।
গতবারের তুলনায় এবার মহাসড়কের পাশে গরুর হাট অনেক কম দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, এ বছর মহাসড়কের পাশে গরুর হাট ৯০ ভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিএনপির রাজনীতির প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, দলটির রাজনীতির বেহাল অবস্থা। খালেদা জিয়া আর তারেক রহমান বিদেশে বসে তাঁদের রাজনীতির সমস্যা সমাধান করতে পারবেন বলে মনে হয় না। দেশের মাটিতে বসেই সমস্যার সমাধান করতে হবে।