অপরাধ করলে পুলিশ সদস্যদেরও ছাড় নেই
ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেছেন, ‘পুলিশ সদস্যরাও অপরাধ করলে ছাড় পাবেন না। মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চরমপন্থী, সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’
আজ বুধবার দুপুরে ঝিনাইদহের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মো. হাসানুজ্জামান এসব কথা বলেন।
নিরাপদ সড়ক গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ সুপার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার ও শৈলকুপা সার্কেলের সিনিয়র সার্ভিস পুল (এসএসপি) তারেক আল মেহেদীসহ অন্য কর্মকর্তারা।
এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক শেখ সেলিম ও সাংবাদিক নেতা মিজানুর রহমান।
টেলিভিশন ও জাতীয় দৈনিকসহ স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদকগণ এ সভায় উপস্থিত ছিলেন।
এ সময় দেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন পুলিশ সুপার। একইসঙ্গে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।