খালে ভেসে উঠল সিমেন্টের বস্তায় বাঁধা লাশ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাল থেকে এক যুবকের সিমেন্টের বস্তায় বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মোবারকপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করেন গৌরীপুর পুলিশফাঁড়ির সদস্যরা। তবে এখন পর্যন্ত যুবকটির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, আজ সকালে মোবারকপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে খালের কচুরিপানার ভেতর বস্তায় বাঁধা ও ফুলে ওঠা লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি গৌরীপুর ফাঁড়িতে আনা হয়।
নিহত যুবকের লাশটি একটি সিমেন্টভর্তি বস্তার সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে দেয় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করতেই এমন কাজ করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান এই উপপরিদর্শক।