সাতক্ষীরায় বামেদের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশ বাধা দেয়। ছবি : এনটিভি

নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের পদত্যাগসহ চার দফা দাবিতে সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের আয়োজিত বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় জোটের তিন নেতাকেও আটক করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে সকালে প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা সেখান থেকে স্লোগান দিতে দিতে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। সে সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতা, জেলা বাসদ সমন্বয়ক নিত্যানন্দ সরকার, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ ও প্রশান্ত রায়কে আটক করে।

পুলিশি বাধা ও আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেন, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকার গঠন, নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তনসহ চার দফা দাবি জানাতে তাঁরা মাঠে নেমেছিলেন। কিন্তু পুলিশ মিছিলে বাধা দিয়ে মিছিল পণ্ড করে দেয় এবং তিন নেতাকে গ্রেপ্তার করে।