জাতীয় ঐক্যের সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা হলে দমন : কাদের

Looks like you've blocked notifications!
কক্সবাজারের উদ্দেশে রাজনৈতিক সফর শুরুর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

জাতীয় ঐক্যের সমাবেশকে কেন্দ্র করে যদি কোনো বিশৃঙ্খলা হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কক্সবাজারের উদ্দেশে রাজনৈতিক সফর শুরুর আগে আজ শনিবার সকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবার জন্য সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত করে দিয়েছেন। অনুমতি নিয়ে তারা যেকোনো সময় মিটিং করতে পারেন। সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকার সামান্যতম কারণ নেই। কাজেই তারা তাদের সভা করবেন। এতে আমাদের অসুবিধা কোথায়? শান্তিপূর্ণ পরিবেশে সভা করবেন। সহিংসতার কোনো উপাদান যদি যুক্ত হয় উদ্ভূত পরিস্থিতিতে যা করণীয় আইনপ্রয়োগকারী সংস্থা তাই করবে।’

আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় এ যাত্রা শুরু হয়। ঢাকা থেকে চট্টগ্রামের পথে আজ কুমিল্লার ইলিয়টগঞ্জ ও চৌদ্দগ্রাম এবং ফেনীতে পথসভা করার কথা রয়েছে। দুদিনের এই কর্মসূচিতে চট্টগ্রামে যাত্রাবিরতি হবে। রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে তিনটি পথসভা শেষে কক্সবাজারের ঈদগাহ ময়দানে জনসভার মাধ্যমে শেষ হবে আওয়ামী লীগের এই কর্মসূচি।

আওয়ামী লীগ নেতা বলেন, সরকারের উন্নয়নের প্রচার করার জন্যই তাদের এই যাত্রা।