ছেলে ভয়ংকর!
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম করেছে এক মাদকসেবী যুবক। এতেই ক্ষান্ত হয়নি সে। ঘরে আগুনও ধরিয়ে দিয়েছে। আজ শনিবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মা মাহফুজা খাতুনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ মাদকসেবী যুবক রনিকে গ্রেপ্তার করেছে। রনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
রনির মা মাহফুজা জানান, চাকরির সুবাদে তাঁর স্বামী বাইরে থাকেন। এই সুযোগে ছেলে রনি প্রায়ই তাঁর কাছে টাকা চায়। তিনি জানান, টাকা নিয়ে সে ফেনসিডিল কিনে খায় এমন অভিযোগ জানতে পেরে টাকা দেওয়া বন্ধ করে দেন তিনি। এ নিয়ে তাঁর সঙ্গে রনির প্রায়ই ঝগড়াঝাঁটি হয়। টাকা না দিলে সে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
মাহফুজা জানান, শনিবার রনি আবারও টাকা চায়। টাকা দরকারের কারণ জানতে চাইলে রনি ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে এবং ঘরের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা জানতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
মাহফুজাকে আহত অবস্থায় ভর্তি করা হয় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে পুলিশ রনিকে গ্রেপ্তার করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, রনিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
‘মাদক পাচারকারী’ গ্রেপ্তার : সাতক্ষীরা সদর উপজেলার গাংনী এলাকা থেকে আজ বিকেলে পুলিশ আমির হোসেন নামের এক ‘মাদক পাচারকারীকে’ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় মাদক পাচার ও গোপনে বেচাকেনার অভিযোগ রয়েছে।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব জানান, আমির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।