নওগাঁয় পল্লী বিদ্যুৎকর্মীদের ধর্মঘট
কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন ও বদলিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) সংযোগ কর্মচারীরা (লাইনম্যান)।
আজ শনিবার সকাল ১০টায় নওগাঁ পিবিএস কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মচারীরা।
এ সময় তাঁরা অভিযোগ করেন, পিবিএস কর্মকর্তারা অন্যায়ভাবে লাইনম্যানদের সাসপেন্ড ও বদলিসহ নানা হয়রানি ও নির্যাতন করছেন। এ ছাড়া বেতন বৈষম্যসহ পিবিএস পরিচালনায় নানা দুর্নীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরো বলেন, সম্প্রতি নওগাঁ পিবিএসের এক লাইনম্যানকে সাসপেন্ড ও একজনকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে। এসব আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান ধর্মঘটীরা।