মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘মোটরসাইকেল চোর’ নিহত

Looks like you've blocked notifications!
আলিম মোল্লার মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম আলিম মোল্লা ওরফে আলি মোল্লা। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত যুবক একাধিক ডাকাতি ও মোটরসাইকেল চুরির মামলার আসামি।

নিহত আলিম মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের বাসিন্দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, সদর উপজেলার শিরখাড়া এলাকায় ভোরে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, নিহত আলিম মোল্লার বিরুদ্ধে মাদারীপুর, রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি মোটরসাইকেল চোরচক্রের সদস্য ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে। সম্প্রতি অসংখ্য মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন তিনি।