পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল নিহতের ঘটনাসহ সড়ক-মহাসড়কে একের পর এক প্রাণহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পঞ্চগড় নাগরিক কমিটির ডাকে শহরের শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাগপা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁই, নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জাসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল নিহতের ঘটনাসহ সড়ক-মহাসড়কে একের পর এক প্রাণহানির ঘটনায় আজ সোমবার সাত দফা দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। ছবি : এনটিভি
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় সাত দফা দাবিসহ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। সাতদিনের মধ্যে দাবি বাস্তাবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।