আইনমন্ত্রীর কথায় মামলা হবে না : দুদক চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি : এনটিভি

আইনমন্ত্রীর কথায় বা তাঁর কথার প্রভাবে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে কোনো অনুসন্ধান বা মামলা করা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল মাহমুদ।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্যের সূত্র ধরে জানতে চাওয়া হলে  ইকবাল মাহমুদ বলেন, ‘মাননীয় মন্ত্রী বলতেই পারেন। দ্যাট ডাস নট অ্যা ফেক্ট আস। মাননীয় মন্ত্রীর কথায় তো আর মামলা হবে না। মাননীয় মন্ত্রীর কথায় অনুসন্ধান হবে না। মাননীয় মন্ত্রীর কথার কোনো প্রভাব দুদকে পড়ার কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এভিডেন্স ছাড়া, আমরা কনভিন্স না হলে কারো বিরুদ্ধে কোনো অনুসন্ধানও হবে না, কোনো তদন্তও হবে না।’

এ সময় বেসিক ব্যাংকের দুই ব্যক্তিকে চার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান দুদক চেয়ারম্যান। 

গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। তিনি বলেছিলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিরুদ্ধে দুদক তদন্ত করছে। দুর্নীতির প্রমাণ সাপেক্ষে তারা মামলা করলে সরকার তাতে হস্তক্ষেপ করবে না।’