খালেদা জিয়ার চিকিৎসার রিটের শুনানি ১ অক্টোবর

Looks like you've blocked notifications!
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এনটিভির পুরোনো ছবি

দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর কারাগারে বিশেষ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়া কারাগারে আছেন।