ঝিনাইদহে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
ঝিনাইদহে একটি মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাঁদের।
আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের মিঠু ইসলাম ও কাওছার কাজী।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ৭ জুন মহেশপুর উপজেলার কাঁঠালতলা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ মিঠু ও কাওছারকে আটক করে র্যাব। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ আসামিদের বিরুদ্ধে এ রায় দেন বিচারক।