ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যানকে সরানোর দাবিতে সভা বর্জন

Looks like you've blocked notifications!
সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা বেশির ভাগ সদস্য বর্জন করায় ইউএনও সভা স্থগিত করেন। ছবি : এনটিভি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপনকে তাঁর পদ থেকে সরানোর দাবিতে মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের সদস্যরা। গতকাল সোমবার তৃতীয়বারের মতো তাঁরা মাসিক সমন্বয় সভা বর্জন করেন। পরে আজ মঙ্গলবার এসব তথ্য জানা যায়।

সভা বর্জনের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ পর্যন্ত তিনটি সমন্বয় সভা স্থগিত করতে বাধ্য হয়েছেন। ফলে উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পসহ সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। 

অভিযোগকারীদের অন্যতম উপজেলার খানমরিচ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুর রহমান বলেন, ‘কয়েক মাস আগে আমরা সব ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা মিলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগটিতে আমরা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাদকসেবন, অসদাচরণ ও ঘুষ গ্রহণের অভিযোগ করেছি। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। তাই তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত পরিষদের কোনো সভায় আমরা যোগ দেব না।’

তবে, নূর মুজাহিদ স্বপন অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি বিএনপি করি বলে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ দায়ের করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সালমা খাতুন বিষয়টি তদন্ত করে ওইসব অভিযোগের সত্যতা পাননি।’

উপপরিচালক সালমা খাতুন অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘আমি কর্তৃপক্ষের কাছে ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।’

ভাঙ্গুড়ার ইউএনও মো. মাছুদুর রহমান বলেন, ‘বিষয়টি পুরানো। এ ছাড়া আমি এখানে যোগদান করেই প্রশিক্ষণে গিয়েছিলাম। গত রোববার কর্মস্থলের দায়িত্ব নিয়েছি। উপজেলা পরিষদের বেশির ভাগ সদস্য মাসিক সমন্বয় সভা বর্জন অব্যাহত রাখায় আগের দুটি সভার মতো গতকাল সোমবারের সভাও স্থগিত করা হয়েছে।’