বজ্রপাত ঠেকাতে ধামইরহাটে ২০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

Looks like you've blocked notifications!
নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারিনগর-সেননগর সড়কে তালবীজ রোপণ কাজের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া। ছবি : এনটিভি

বজ্রপাত থেকে মৃত্যু ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর ধামইরহাট উপজেলায় ২০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ধামইরহাট উপজেলার বিহারিনগর-সেননগর সড়কে তালবীজ রোপণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিএর ধামইরহাট অঞ্চলের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, সোবহান সাফি প্রমুখ।

বিএমডিএর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান বলেন, বিএমডিএর উদ্যোগে চলতি অর্থবছরে ২০ হাজার তালবীজ রোপণ করা হবে। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।