মৃতের সংখ্যা বেড়ে ৭০, লঞ্চ উদ্ধার
মানিকগঞ্জের পদ্মায় লঞ্চডুবির ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে। আজ সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় নিহত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত প্রায় পৌনে ১২টা নাগাদ নদী থেকে লঞ্চ উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এর পর দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে লঞ্চটিকে পাড়ে টেনে আনা হয়। সে সময় লঞ্চের ভেতর থেকে বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ বেলা পৌনে ১১টার দিকে লঞ্চের ভেতরের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। তিনি জানান, লঞ্চের ভেতরে আর কোনো লাশ না থাকায় এর ভেতরের উদ্ধারকাজ সমাপ্ত করা হলো। তবে নদীতে লাশের সন্ধানে উদ্ধারকাজ চলবে। যখন তাঁরা নিশ্চিত হবেন যে আর কোনো লাশ নদীতে নেই, তখনই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ করা হবে।
লাশের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। গত রাতে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও প্রশাসনের লোকজন ট্রলার নিয়ে নদীতে উদ্ধার অভিযান চালান।
পাটুরিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, গতকাল এমভি মোস্তফা নামের লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার দিকে রওনা হয়। পথে ‘এমভি নার্গিস’ নামে সারবোঝাই একটি কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যে সারবোঝাই কার্গোটি লঞ্চটিকে ধাক্কা দিয়েছিল, এর মাস্টার ও তাঁর দুই সহকর্মীকে আটক করা হয়েছে।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ ছাড়া বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. খন্দকার শামসুজ্জোহা, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, নৌ পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা, রাজবাড়ীর ডিসি মো. রফিকুল ইসলাম খান ও এসপি তাপতুন নাসরীন ঘটনাস্থলে যান।
নিয়ন্ত্রণকক্ষ
ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের বিষয়ে তথ্য জানাতে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতদিয়ায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসারের তত্ত্বাবধানে রোববার দুপুরে এটি খোলা হয়। নিখোঁজদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে কিংবা ০১৭১৮-৮৩০৮৯৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
দাফনের জন্য টাকা
মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া নৌমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তদন্ত কমিটি
লঞ্চডুবির ঘট্না তদন্তে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে। নৌপরিবহন মন্ত্রণালয় রোববার বিকেলে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।