পাবনায় নিখোঁজের তিন দিন পর অটোচালকের লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!

পাবনা শহরের কালাচাঁদপাড়া থেকে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাবনার আতাইকুলা থানাধীন আলোকদিয়ার ব্রিজের নিচ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মারুফ হোসেন (৪২) পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোবাইকের চালক ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গত ২৪ সেপ্টেম্বর সোমবার রাতে মারুফ হোসেন নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে আলোকদিয়ার ব্রিজের নিচে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে থানায় গিয়ে মরদেহটি মারুফের বলে শনাক্ত করেন স্বজনরা।

মাসুদ রানা জানান, কারা, কী কারণে আর কীভাবে মারুফকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।