‘সেই অক্টোবর আপনাদের জীবনে আসবে না’

Looks like you've blocked notifications!
আজ শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘খালেদা জিয়ার ২০ দল ডুবে যাচ্ছে, ওই খড়কুটা ধরে ধরে আজকে গণফ্রন্ট, অমুক ফ্রন্ট ধরে ধরে আজকে যুক্তফ্রন্ট করতে চায়। আরো বড় জোট করতে চায়। কিন্তু কোনো জোটে কাজ হবে না।’

আজ শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ আয়োজিত এক কর্মী সমাবেশে আমির হোসেন আমু এ কথা বলেন। এই সমাবেশে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্য নেতারা।

এই সমাবেশ থেকে আগামী অক্টোবরে রাজশাহী, নাটোর ও খুলনায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আজকে শুরু করলাম, ওরা বলছে অক্টোবরে মাঠে নামবে। সেই অক্টোবর ইনশাল্লাহ আপনাদের জীবনে আসবে না। ওই অক্টোবর জীবনে তোমাদের আসবে না। ডিসেম্বরে নির্বাচন হবে। তার আগে আমরা মাঠ গরম করব। ৯ অক্টোবর রাজশাহীতে, ১০ অক্টোবর নাটোরে জনসভা হবে। গ্রামে জনসভা হবে। ১৩ অক্টোবর খুলনায় বিভাগীয় জনসভা হবে। সারা ঢাকায় মহাসমাবেশ করব।’

আজ শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ আয়োজিত এক কর্মী সমাবেশে উপস্থিত ১৪ দলের নেতারা। ছবি : ফোকাস বাংলা

জাতীয় ঐক্যের নামে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আর সেই ঐক্য দিয়া তাঁরা নাকি বাংলাদেশ উদ্ধার করবে। ইলেকশান বানচাল করবে। গণতন্ত্রের নামে এই দেশে ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় ঐক্যের বিষয়ে অবহিত করতে আজ এই কর্মী সমাবেশের আয়োজন করে ১৪ দল। এ সময় বক্তারা নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশ দেন। এ ছাড়া  ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ১৪ দলের নেতারা।

১৪ দলীয় জোটের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘যদি আবার নির্বাচন বর্জনের নামে ওই প্রাইমারি স্কুলের মতোন ৪০০ প্রাইমারি স্কুল পুড়িয়ে দেওয়া হয়, জনগণ এবার আপনাদেরকে আর ক্ষমা করবে না।’

সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিজেদের অস্তিত্বের লড়াই বলে ঘোষণা করেন আওয়ামী লীগ নেতারা।