সম্পাদক পরিষদের সঙ্গে তিনমন্ত্রীর বৈঠক

Looks like you've blocked notifications!
তথ্য মন্ত্রণালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : এনটিভি

সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে ‘সম্পাদক পরিষদে’র আপত্তি নিয়ে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন সরকারের তিন মন্ত্রী। তাঁদের উদ্বেগগুলো নিয়ে আগামী ৩ অক্টোবরের পর মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয় এই বৈঠকে।

সম্প্রতি সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। কিন্তু এই আইনের কিছু ধারা নিয়ে সাংবাদিকদের আপত্তি আছে। এই বিষয়েই আজ রোববার তথ্য মন্ত্রণালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সেখানে সম্পাদকরা আইনটির নয়টি ধারা নিয়ে তাঁদের আপত্তি লিখিত আকারে তুলে ধরেন।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আমরা মনে এটা এথিকস অব জার্নালিম বা যে পরিবেশে সাংবাদিকতা হতে পারে সেটার বিরোধী।’

ডিজিটাল নিরাপত্তা আইনে যদি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী কোনো ধারা থাকে তবে তা নিয়ে মন্ত্রীপরিষদ বৈঠকে আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, ‘যেহেতু পার্লামেন্টে আইনটা পাস হয়ে গেছে সেহেতু আমি এসব বক্তব্য কেবিনেট মিটিং হবে সেখানে উপস্থাপন করব। এডিটরস কাউন্সিলের যে আপত্তিগুলো সেগুলো আমি তুলে ধরব।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যমের কর্মীরা কোনো আইন দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমাদেরও উদ্বেগ। ভিন্ন কিছু মত থাকলেও, কিছু আপত্তি, উদ্বেগ থাকলেও আমরা আলোচনায় বসতে সক্ষম হয়েছি।’

তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় ওই বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

সম্পাদকদের মধ্যে ছিলেন, প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, যুগান্তরের সাইফুল আলম, নিউএজের নূরুল কবির, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, ইনডিপেনডেন্টের শামছুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান, সমকালের মুস্তাফিজ শফি প্রমুখ।