জনসভা দেখে সরকারের কাঁপুনি ধরে গেছে : রিজভী

Looks like you've blocked notifications!
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

বিএনপির গতকালের সমাবেশে জনগণের বিপুল অংশগ্রহণ দেখে হতাশ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খাপছাড়া কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশকে কেন্দ্র করে দলের প্রায় চারশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘পথে পথে সরকারি আক্রমণের বাধার মুখেও এত বিপুল মানুষের বিএনপির সমাবেশ দেখে তাঁরা হতাশ হয়ে মনের বিকারে প্রলাপ বকছেন। একতরফাভাবে নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী নেতারা কত তামাশা দেখাচ্ছেন আর কত যে উদ্ভট কথা বলছেন, তার শেষ নেই।’

আওয়ামী লীগ এখন হতভাগ্য, দেউলিয়াগ্রস্ত—এমনটা উল্লেখ করে রিজভী আরো বলেন, ‘সে জন্যই খাপছাড়া কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনসভায় বিপুল সমাগম দেখে সরকারের কাঁপুনি ধরে গেছে। সে জন্যই বিএনপির নেতাকর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তারকে সরকার রক্ষাকবচ মনে করছে।’