‘৭ দফাকে অযৌক্তিক বলে উড়িয়ে দিলে সংকট আরো বাড়বে’

Looks like you've blocked notifications!
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান। ছবি : এনটিভি

রাজনৈতিক সংকট সমাধানে বিএনপির ৭ দফা দাবি নিয়ে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘এসব দাবিকে অবাস্তব ও অযৌক্তিক বলে উড়িয়ে দিলে সংকট আরো বাড়বে।’

আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জিয়া সমাজকল্যাণ পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্যই সহায়ক সরকার গঠনসহ ৭ দফা দাবি জানিয়েছে বিএনপি।’ তিনি বলেন, ‘এসব দাবিকে অবাস্তব ও অযৌক্তিক বলে উড়িয়ে দিলে সংকট আরো বাড়বে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘ক্ষমতায় থেকে যদি ইলেকশন করেন তাহলে তো ক্ষমতার প্রভাব খাটিয়ে আপনি জিতে যাবেন। আমরা সেজন্য বলছি আপনি করতে পারবেন না ইলেকশন। আপনার কাছে এটা এখন যৌক্তিক মনে হয় না। কিন্তু আপনার কাছে ১৯৯৬ সালে নির্দলীয় মানুষ দিয়ে সরকার গঠন করা যুক্তিসঙ্গত মনে হয়েছে।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আলোচনায় যদি প্রমাণ করতে পারেন যে আমাদের দাবি যৌক্তিক না তাহলেই না দাবি অগ্রাহ্য করার অধিকার জন্মাবে আপনার।’