বরিশাল সিটি নির্বাচনের ফল ঘোষণা কাল

Looks like you've blocked notifications!

বিভিন্ন অনিয়মের কারণে আটকে থাকা বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল দুই মাস পর আগামীকাল বুধবার বেসরকারিভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের কয়েকজন ঊর্দ্ধতন কর্মকর্তা্ ও বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মজিবর রহমান এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মজিবর রহমান বলেন,  ‘আগামীকাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা বা একত্রিকরণ করা হবে। নির্বাচনের দিন আমরা সেন্টার ওয়ারি ফলাফল ঘোষণা করেছিলাম কিন্তু কেন্দ্রীয়ভাবে ফলফল ঘোষণা করতে পারেনি বিভিন্ন অনিয়মের কারণে। নির্বাচনের দিন নির্বাচন কমিশন একটি কেন্দ্র বন্ধ ও ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে। তারপরে টোটাল ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়।’

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচনে অনিয়ম হয়েছে এমন চিন্তা মাথায় রেখে ইসি একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি মোট ৫৬টি কেন্দ্রের অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে। দুই দফায় তদন্ত শেষে ১৭টি কেন্দ্রের অনিয়মের লিখিত প্রমাণ পায় তদন্ত কমিটি। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয় ইসিতে। কমিশন সেখান থেকে বন্ধ ঘোষিত একটি কেন্দ্র ও ফলাফল স্থগিত করা ১৫ টি কেন্দ্রের ভেতরে ৮টি কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতই হয়তো কমিশন পুনরায় নির্বাচনের তারিখ ঠিক করবে।’

ইসি সূত্রে জানা যায়, পুনরায় ভোট গ্রহণ যে ৯টি কেন্দ্রে করা হবে তার তালিকা বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়ে দিয়েছে ইসি। এছাড়াও ৯টি কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র আরো জানায়, মোট ৯টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে। কেন্দ্রগুলো হল, সৈয়দা মজিদুন্নেছঅ মাধ্যমিক বিদ্যালয়, ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), সরকারি মহিলা কলেজ (মহিলা), বরিশাল সিটি কলেজ (পুরুষ), শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-১ (পুরুষ), শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-২ (মহিলা), আর এম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘মোট ৯টি কেন্দ্র বাদে সকল কেন্দ্রের ফলাফল বেসরকারিভাকে ঘোষণা করা হবে। সেই নির্দেশনা কমিশন থেকে বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে।’

কমিশনের গঠিত তদন্ত কমিটি বরিশাল সিটির অনিয়ম তদন্ত শেষে মোট ১৭টি কেন্দ্রের অভিযোগের লিখিত প্রমাণ কমিশনে জমা দিয়েছে। তাহলে বাকি কেন্দ্রগুলোর কেন পুনরায় ভোট গ্রহণ করা হবে না-এমন প্রশ্নে এই কমিশনার বলেন, ‘ভোটের দিন একটি কেন্দ্র বন্ধ ঘোষণা করাসহ আরো ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছিল। এই ১৬টি কেন্দ্র বাদে কিন্তু সব কেন্দ্রের ফলাফল সেন্টার ওয়ারি ঘোষণা করা হয়েছিল। সুতরাং ফলাফল ঘোষিত কেন্দ্রে তো আমরা হাত দিতে পারি না। আমরা বরং যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করব।’