সিএমএম আদালতে বিচারকপদে ব্যাপক রদবদল

Looks like you've blocked notifications!

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বিচারক পদে ব্যাপক রদবদল করেছে আইন মন্ত্রণালয়।

গতকাল সোমবার আইন ও বিচার বিভাগ থেকে এ বদলির আদেশ জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল আনা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

বর্তমানে ঢাকার সিএমএম আদালত থেকে ১৭ জন মহানগর হাকিম বদলি হয়ে দেশের বিভিন্ন জেলা জজ আদালতে সহকারী জজ হিসাবে যাচ্ছেন।

এর মধ্যে রয়েছেন, মো: আমিরুল হায়দার চৌধুরী, মো: আব্দুল্লাহ আল- মাসুদ, কাজী কামরুল ইসলাম, মো: মাজহারুল হক, দেলোয়ার হোসাইন, মোহা. আহসান হাবীব, মো: মাজহারুল হক,এ এইচ এম তোহায়া, মো: জিয়ারুল ইসলাম, মুহাম্মদ ফাহাদ বিন আমিন চৌধুরী, মো: খুরশীদ আলম, প্রণব কুমার হুই, মো: গোলাম নবী,এ.কেএম মঈন উদ্দিন সিদ্দীকি,লস্কার সোহেল রানা,নুরুন্নাহার ইয়াসমিন,সুব্রত ঘোষ শুভ।

অপরদিকে ঢাকার সিএমএম আদালত দেশের বিভিন্ন জেলা থেকে কর্মরত ২৩ জন সহকারী জজ মহানগর হাকিম হিসাবে বদলি হয়ে আসছেন।

তাঁরা হলেন, রাজেশ চৌধুরী, সাইদুজ্জামান শরীফ, কনক বড়ুয়া, মোহাম্মদ জসিম, মো. মামুনুর রশিদ,মো. মাসুদ-উর রহমান, মো. তোফাজ্জল হোসেন, শাহিনূর রহমান, আশেক ইমাম, বাকী বিল্লাহ, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, শহিদুল ইসলাম, নিভানা খায়ের জেসি, বেগম ইয়াসমিন আরা, ধীমান চন্দ্র মন্ডল, আবু সুফিয়ান মো. নোমান, মো. মইনুল ইসলাস, মো. ইলিয়াস মিয়া, মো. হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ মিল্লাত হোসেন, দেবদাস চন্দ্র অধিকারী, মো. জিয়াউর রহমান, মোহাম্মদ দিদার হোসাইন।

এসব বিচারকগনকে আগামী ৩ অক্টোবর স্ব স্ব স্থানে যোগদানের কথা বলা হয়েছে।

এছাড়া ঢাকার বর্তমান মুখ্য বিচারিক হাকিম জায়েদুল কবিরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম হিসাবে বদলি করা হয়েছে।