রোহিঙ্গা ইস্যু

‘মিয়ানমারের অপপ্রচারের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিতে হবে‌‌’

Looks like you've blocked notifications!
রোহিঙ্গা ইস্যু নিয়ে আয়োজিত আজকের সেমিনারে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ছবি : এনটিভি

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপপ্রচারের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান’ শীর্ষক এক সেমিনারে কাজী রিয়াজুল হক এসব কথা বলেন। তিনি আরো বলেন, মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে রোহিঙ্গা ই্স্যুতে নানা অপপ্রচার চালাচ্ছে এবং মিয়ানমারের সাধারণ জনগণকেও বুঝতে দিচ্ছে না, রোহিঙ্গা ইস্যুতে সেখানে কী হয়েছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘মিয়ানমার সব অভিযোগ অস্বীকার করে যাচ্ছে এবং সারা বিশ্বেও বিষয়টি এভাবেই ছড়াচ্ছে। আমি আশা করি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আরো তৎপর হবে।’

‘প্রধানমন্ত্রী সব সময় বলেছেন, এবার যেটি নির্দিষ্ট ক্যাটাগরি ধরে বলেছেন, সেটি আন্তর্জাতিক মহলে তুলে ধরার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের।’

কাজী রিয়াজুল হক এ সময় আরো বলেন, ‘এই ইস্যুতে আইসিসিতে (আন্তর্জাতিক অপরাধ আদালত) যাওয়ার ব্যাপারটি আমরা কীভাবে এগোতে পারি, সেটিও দেখতে হবে।’

সেমিনারে সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীনের অবস্থানের সমালোচনা করেন এবং সহসাই রোহিঙ্গা সংকটের সমাধান হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আলোচকদের মধ্যে আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।