৪০তম বিসিএস থেকে মেধাভিত্তিক নিয়োগ

Looks like you've blocked notifications!
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ছবি : সংগৃহীত

৪০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কোটা নয়, মেধার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

পিএসসি চেয়ারম্যান আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, নিয়োগে কোটা ব্যবস্থা প্রযোজ্য হবে না। ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ক্যাডারদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

তবে ড. সাদিক বলেন, এরই মধ্যে চলমান থাকা ৩৯তম বিশেষ বিসিএস ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগে কোটা থাকবে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর পর্যন্ত তা চলবে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।