সরকারের উদ্দেশে ফখরুল

‘বিএনপিকে এত ভয় কেন?’

Looks like you've blocked notifications!
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে এত ভয় কেন? জনগণকে এত ভয় কেন? কেন একটা সুষ্ঠু নির্বাচন দিতে চান না? কেন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চান না? কারণ আপনি জেনে গেছেন যে জনপ্রিয়তা আপনার শূণ্যের কোঠায়।’

আজ শুক্রবার সুপ্রিম কোর্টে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাদের বিরুদ্ধে ‘গায়েবি মামলা’র প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে কোন আইনের শাসন নেই নির্বাচনের মাঠ দখল করতে বিরোধী পক্ষের ওপর চলছে গায়েবি মামলার খড়্গ।

মির্জা ফখরুল বলেন, ‘যে দেশের জনগণ চায় না, বিশ্ব নেতারা চাইলে কি বেশিদিন টিকে থাকা যায়? অনেক হয়েছে। এনাফ ইস এনাফ। এখন দয়া করে মাথার মধ্যে একটু শুভবুদ্ধি নিয়ে আসুন। নিয়ে এসে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। উনাকে মুক্তি না দিলে আপনাদেরও মুক্তি নাই।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি রুহুল আমিন গাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।