চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সতর্কতা

Looks like you've blocked notifications!
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ শনিবার সকালে চট্টগ্রামের জে এম সেন হলে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি

সামনে জাতীয় সংসদ নির্বাচন। তারও আগে একটি গুরুত্বপূর্ণ মামলার রায়ের প্রাক্কালে শারদীয় দূর্গাপূজা হতে যাচ্ছে উল্লেখ করে পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, এ বছর পূজা চলার সময়ে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে হবে।

আজ শনিবার সকালে চট্টগ্রামের জে এম সেন হলে অনুষ্ঠিত পরিষদের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। সবগুলো মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সম্ভব নাও হতে পারে। এ অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পূজা উদযাপনের সময় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন পরিষদের নেতারা।