দিরাইয়ে স্কুলছাত্রীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্কুলছাত্রী তানিয়া আক্তার অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ সোমবার বেলা ৩টায় দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থী ছাড়াও বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইদন মিয়া, সদস্য অভিরাম তালুকদার, নাজমুল হক প্রমুখ।
গত ৩০ জুলাই দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার অপহৃত হয়। এর ১০ দিন পর কিশোরগঞ্জের চামড়াবন্দর এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর তানিয়া আক্তারের দাদা আবদুল খালেক বাদী হয়ে দিরাই থানায় ২১ জনকে আসামি করে মামলা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম জানান, এই মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।