প্রতারণার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

Looks like you've blocked notifications!

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন আন্তর্জাতিক দিবস উপলক্ষে মিথ্যা প্রকাশনার নাম করে বিজ্ঞাপন চেয়ে অর্থ প্রদানের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে জালপত্র পাঠানো হচ্ছে।

এমন অবস্থায় কোনো রকমের ব্যবস্থা নেওয়ার আগে বিজপ্তিতে দেওয়া ফোন নম্বরে (মহাপরিচালক, বহিঃপ্রচার, ফোন নম্বর- ৯৫৬২৯৫২) তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।