বিলের ধানক্ষেতে পড়ে ছিল যুবকের লাশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার নলবিলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, উপজেলার মালিয়াট ইউনিয়নের নলবিলে গতকাল রাতে মাছ ধরতে যায় গ্রামের লোকজন। তারা বিলের ধানক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।