অ্যাটর্নি জেনারেল বললেন

মাস্টারমাইন্ড হলে তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ছবি : এনটিভি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড হলে অবশ্যই তাঁর ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘মাস্টারমাইন্ড যিনি অবশ্যই তাঁর ফাঁসি হওয়া উচিত।’ আজ বুধবার রায় ঘোষণার পর এ মন্তব্য করেন তিনি।

মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “পড়ে দেখব। যদি রায়ে উল্লেখ করা থাকে যে, মাস্টারমাইন্ড যিনি, অবশ্যই তাঁর ফাঁসি হওয়া উচিত। তবে আপনাদের সাংবাদিকদের মুখে শুনলাম, যে তারেক রহমানকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে। যেকোনো হত্যাকাণ্ডে যিনি মাস্টারমাইন্ড হন, যেটা আপনাদের কাছে শুনলাম, অবশ্যই সেক্ষেত্রে তাঁর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।”

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এ রায় দেন।