পদ্মায় ইলিশ ধরায় আটক ৬

Looks like you've blocked notifications!
পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। ছবি : এনটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় ছয় জেলেকে আটক ও জাল জব্দ করেছে পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। 

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ও সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় প্রায় ৭০ হাজার মিটার জাল। পরে এসব জাল ধ্বংস করা হয়।

আটককৃতরা হলেন, উদয়পুর গ্রামের সিদ্দিক শেখ (৩৫),শামসুল শেখ (৬০), মানিক হালদার (২২), আলামিন শেখ (২২), রানা শেখ (১৮) ও ওয়াচ আলী (৪২)। এরমধ্যে ওয়াচ আলী ছাড়া অন্য পাঁচজনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। ওয়াচ আলীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ দুই হাজার টাকা জরিমানা করেন।