বিএনপি নেতা তরিকুল ফের হাসপাতালে

Looks like you've blocked notifications!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আজ শনিবার সকালে সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শামসুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল শুক্রবার তরিকুল ইসলামকে পুরান ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছিল। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় আজ শনিবার তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।’

তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গতকাল আজগর আলী হাসপাতালে ভর্তি করে তাঁর ডায়ালাইসিস করা হয়।

অ্যাপোলো হাসপাতালে তরিকুল ইসলামের অবস্থা এখনো অপরিবর্তিত বলে জানান ব্যক্তিগত কর্মকর্তা শামসুল ইসলাম।

তরিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত বছর তরিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।