কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’, তদন্ত প্রতিবেদন ২২ নভেম্বর

Looks like you've blocked notifications!

রাজধানীর কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানা’র ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া এ দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিবাগত রাত ১টার দিকে কল্যাণপুরের ৫ নম্বর রোডে সাততলা ভবনটিতে অভিযানে যান পুলিশ সদস্যরা। এ সময় ভবনের পঞ্চমতলা থেকে জঙ্গিরা ককটেল ছোড়ে। পরে ভবনটির আশপাশের এলাকা ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই অভিযানে নয়জন নিহত হয়। পুলিশ জানায়, নিহতরা সবাই জঙ্গি ছিল।

ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রিগ্যান আটক রয়েছেন।