প্রধান বিচারপতি ভারত যাচ্ছেন, আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্বে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছয়দিনের সফরে আগামী ৪ অক্টোবর ভারত যাচ্ছেন। এই সময়ে তাঁর অনুপস্থিতিতে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতির সময় অর্থাৎ আগামী ৪ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০১৫ পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ আহমেদ এনটিভি অনলাইনকে জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি একটি সেমিনারে অংশগ্রহণসহ দেশটির কয়েকটি আদালত পরিদর্শন করবেন।