ঢাকায় এলেন বিশ্বখ্যাত কারি ড. আহমাদ নাঈনা

Looks like you've blocked notifications!
বিশ্বখ্যাত কারি ড. আহমাদ নাঈনা শনিবার ঢাকায় মা’হাদুল কিরাত বাংলাদেশ পরিদর্শন করলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : সংগৃহীত

ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) আন্তর্জাতিক সেক্রেটারি মিসরের ড. আহমাদ নাঈনা তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কারি ড. নাঈনা ঢাকায় পৌঁছে গতকাল দুপুর ২টার দিকে মা’হাদুল কিরাত বাংলাদেশ (বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট) পরিদর্শন করেন। এ উপলেক্ষ মা’হাদুল কিরাত বাংলাদেশ বিশেষ সংবর্ধনা ও কিরাত অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, বাংলাদেশের প্রধান কারি শাইখ আহমাদ বিন ইউছুফ আল আজহারী ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সদস্যরা এবং মা’হাদুল কিরাত বাংলাদেশের সব ছাত্র।

ডা. নাঈনা ইনস্টিটিউটের ছাত্রদের আর্ট অব রিসাইটেশনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেশের কল্যাণে দোয়ার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। ডা. নাঈনা রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক সুফি সম্মেলনে কুরআন তিলাওয়াত করেন।

ডা. আহমাদ নাঈনা আজ রাতে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক সুফি সম্মেলনে তিলাওয়াত করবেন এবং ১৬ তারিখ ঢাকা থেকে মিসরের উদ্দেশে রওনা হবেন।