নওগাঁ মেডিকেল কলেজের যাত্রা শুরু

নওগাঁ মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হাতে ভর্তি ফরম তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নওগাঁ মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেক।
আজ মঙ্গলবার সকাল ১০ টা নওগাঁ নার্সিং ইনস্টিটিউটে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রওশন আরা খানম, সিভিল সার্জন মোমিনুল হক, নওগাঁ বিএমএর সভাপতি হাবিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আশেক হোসেন প্রমুখ।
কলেজের অধ্যক্ষ আব্দুল বারী জানান, নওগাঁ মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরুর দিন গতকাল ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ৫০ জন শিক্ষার্থীকে এই মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। তিনি বলেন, ‘এই কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীর ক্লাস শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে। আপাতত নওগাঁ সদর হাসপাতালের পুরনো একটি ভবন এই কলেজের অস্থায়ী অ্যাকাডেমিক প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হবে।’
চলতি বছরের ২৬ আগস্ট নওগাঁসহ দেশে নতুন চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের অনুমোদন দেয় সরকার।