মাগুরায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২
মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে মাগুরা শহরের খানপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, রিপন হোসেন (৪০) ও জাবেদ মৃধা (৩৫)।
জানা যায়, গ্যাস দিয়ে বেলুনসহ বিভিন্ন পশুপাখির খেলনা তৈরি করছিলেন রিপন। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে রিপন ও জাবেদ দগ্ধ হন।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, রিপন হোসেনের মুখ, হাত,পা ও শরীরের বিভিন্ন অংশের প্রায় ৫০ থেকে ৫৫ ভাগ দগ্ধ হয়েছে। রিপনকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।